জেলা

বিএসএফের গুলিতে রাজবংশি যুবকের মৃত্যুর প্রতিবাদে ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির কাছে অবস্থান বিক্ষোভ, ১৪৪ ধারা জারি করল প্রশাসন

ভেটাগুড়িতে নিশীথ প্রামানিকের বাড়ির কাছে চলছে তৃণমূলের অবস্থান প্রতিবাদ। যার জেরে কঠোর নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা। কিছুদিন আগেই উত্তরবঙ্গে সভা করতে এসে বিএসএফের গুলিতে মৃত রাজবংশি যুবক প্রেমকুমার বর্মনের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও করার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো আজ ঘেরাও কর্মসূচীর পরিকল্পনা করে জেলা তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাড়ির চারপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। জারি হয়েছে ১৪৪ ধারা। মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনীও।