দেশ রাজনীতি

ভোট চুরি ইস্যুতে সরব বিরোধী সাংসদদের আটক করল দিল্লি পুলিশ

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) নামে ‘ভোটচুরি’র প্রতিবাদে রণক্ষেত্র দিল্লি। ‘ভোট চুরি বন্ধ হোক’ ৷ দিল্লির সংসদ চত্বরে উঠল স্লোগান ৷ সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ SIR প্রত্যাহারের দাবিতে, নির্বাচন কমিশনের দফতর ঘেরাও অভিযানে নামেন বিরোধী সাংসদরা ৷ অভিযানের নেতৃত্ব দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ আজ সাংসদরা প্রতিবাদে নেমে সংসদ চত্বর ছাড়তেই ব্যারিকেডে আটকায় পুলিশ ৷ ব্যারিকেডের উপরে উঠে বিক্ষোভ দেখান মহুয়া মৈত্র, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-সহ ডেরেক ও’ব্রায়েনরা ৷ আটক হওয়ার পর পুলিশের জিপে উঠে রাহুলের বার্তা, এটা রাজনৈতিক লড়াই নয় ৷ সংবিধানকে বাঁচাতে তাঁরা পথে নেমেছেন ৷ নির্বাচন অফিস দফতরে ঘেরাও অভিযানে এদিন দিল্লি পুলিশ মিছিল আটকে দেয় ৷ তারপরই বিক্ষোভ শুরু করেন বিরোধী সাংসদরা ৷ রয়েছেন জয়া বচ্চন, সায়নী ঘোষ-সহ অন্যান্যরা ৷ রাস্তার উপরে বসে পড়েন তাঁরা ৷ স্লোগান তোলেন, ‘SIR মানছি না মানব না, ‘ভোট চুরি বন্ধ করো’ ৷ বিভিন্ন ভাষার স্লোগান শোনা যায় । দেখা গিয়েছে, দেশের বিভিন্ন ভাষায় লেখা পোস্টারও । প্রতিটি পোস্টারেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় । পাশাপাশি, ‘মোদি সরকার হায় হায়’ স্লোগান দিচ্ছেন মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষরা । পরে, বিরোধী সাংসদদের নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায় ৷ পুরো সত্যি দেশের সামনে ৷ এই লড়াই রাজনৈতিক নয়, সংবিধান বাঁচানোর লড়াই ৷ ওয়ান ম্যান ওয়ান ভোটের লড়াই ৷ তাই আমাদের স্বচ্ছ ভোটার লিস্ট চাই ৷” পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও মিতালি বাগ ৷ সাংসদদের পাশে রয়েছেন রাহুল গান্ধি ৷ জানা গিয়েছে, আটক করার পর বাসে নিয়ে যাওয়া হচ্ছিল তখন জ্ঞান হারান কৃষ্ণনগরের সাংসদ মহুয়া ৷ মুখে-চোখে জল দেওয়া হয় তাঁর ৷ খানিকপরই তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয় ৷ অন্যদিকে, বিক্ষোভের মাঝে রাস্তাতেই অসুস্থ বোধ করেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ ৷

https://twitter.com/i/broadcasts/1YqJDZNgreLKV