বনগাঁ-শিয়ালদহ শাখায় এসি লোকাল ট্রেন চালুর পর থেকে ক্রমশ ভিড় বাড়ছে। গুরুত্বপূর্ণ এই শাখায় বহু স্টেশনে ট্রেনের স্টপেজ না হওয়ার কারণে ক্ষুব্ধ যাত্রীরা। বামুনগাছি অশোকনগর-সহ বেশ কিছু স্টেশনের যাত্রীরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রেলের কাছে আবেদন জানিয়েছেন। যাত্রীদের সই সংগ্রহ করে এসি লোকাল ট্রেনের স্টপেজ করার জন্য চেষ্টা চালানো হয়েছে। এ বার এসি লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে শিয়ালদহে ডিআরএম অফিসে পৌঁছে লিখিত ডেপুটেশন জমা দিলেন বামনগাছি রেলওয়ে প্যাসেঞ্জার কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।


