কলকাতা

একটি বাংলা দৈনিকে দেশবিরোধী খবরের অভিযোগ বিক্ষোভ বিজেপি-র, গ্রেপ্তার ৫০

কলকাতাঃ ভারত-চিন সংঘর্ষকে কেন্দ্র করে দেশ বিরোধী খবর প্রকাশ করেছে একটি বাংলা দৈনিক ৷ সেই অভিযোগে আজ বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিজেপি-র মহিলা মোর্চা ৷ আর তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে মহিলা মোর্চার কার্যকর্তারা ৷ ঘটনায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ গত সোমবার লাদাখে ভারত-চিন সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা জওয়ান ৷ সেই ঘটনা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় একটি রাজনৈতিক দলের মুখপত্রে ৷ অভিযোগ, সেই প্রতিবেদনে লেখা হয়, লাদাখে ভারত-চিন সীমান্তে ভারতীয় জওয়ানরা নিয়ন্ত্রণরেখা অতিক্রান্ত করেছে ৷ এরপরই ওই রাজনৈতিক দলের মুখপত্রে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে সরব হয় বিজেপি-র মহিলা মোর্চা ৷ দেশবিরোধী খবর প্রকাশের অভিযোগ তুলে আজ জোড়া গির্জার কাছে জমায়েত করে মহিলার মোর্চার সদস্যরা ৷ সেখান থেকেই পত্রিকাটির ভবন পর্যন্ত মিছিল করে অবস্থান-বিক্ষোভ বসার কর্মসূচি ছিল তাদের ৷ কিন্তু আলিমুদ্দিন স্ট্রিটের জোড়া গির্জার সামনে মহিলা মোর্চাকে বাধা দেয় পুলিশ ৷ এরপরই উত্তপ্ত হয়ে ওঠে জোড়া গির্জা চত্বর ৷ গ্রেপ্তার করা হয় মহিলার মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রী পল সহ ৫০ জন বিজেপি সদস্যকে ৷