রাজ্যসভার ভাইস চেয়ারপার্সন প্যানেলে অন্তর্ভুক্ত হলেন জনপ্রিয় অ্যাথলিট পিটি উষা। সভার চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় এই খবর দিয়েছেন। রাজ্যসভার ভাইস চেয়ারম্যান প্যানেলে পিটি উষা ছাড়াও সদস্য করা হয়েছে ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভার নেতা ভি বিজয়াসাই রেড্ডিকে।রাজ্যসভায় জগদীপ ধনখড় বলেন – আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সভার সব সদস্যকে জানাতে চাই যেস ভারতের প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষা এবং ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভার নেতা ভি বিজয়াসাই রেড্ডিকে সভার ভাইস চেয়ারপার্সন প্যানেলের সদস্য করা হয়েছে। ভারতের সংবিধানের ইতিহাসে এই প্রথম কোনও মনোনীত মহিলা সদস্যকে এই প্যানেলের অন্তর্ভুক্ত করা হল। আমার আশা, পিটি উষা ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যেমন নজির রেখেছেন, প্যানেলের সদস্য হওয়ার দৌলতে তিনি সংসদেও তাঁর দায়িত্ব পালন করতে সমর্থ হবেন। এই দুইকে প্যানেলে অন্তর্ভুক্ত করায় প্যানেলের মোট সদস্যসংখ্যা বেড়ে হল নয়জন। বাকি সাতজন হলেন ভুবনেশ্বর কালিতা, সরোজ পাণ্ডে, সুরেন্দ্র সিং নাগার, সুখেন্দু শেখর রায়, এল হমুমানথাইয়া, সাস্মিত পাত্র, তিরুচি শিবা। প্রশ্ন হল, পিটি ঊষার কাজ কী হবে? চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যানের অনুপস্থিতিতে তিনি সভা পরিচালনার দায়িত্ব পাবেন।