সোমবার ত্রিপুরার বক্সানগরের জনসভা থেকে ফের বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘বিজেপিকে এক ছটাক জমি ছাড়ব না’ বলে তিনি হুঁশিয়ারি দেন গেরুয়া শিবিরকে। পাশাপাশি শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই জারি থাকবে বলেও জানান ডায়মন্ডহারবারের সাংসদ। এদিন সভা থেকে তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি সরকারের ক্ষমতা থেকে সরানো পর্যন্ত লড়াই জারি থাকবে। ত্রিপুরার মানুষকে বিজেপির কাছে মাথা নত না করে, লড়াইয়ে থাকার বার্তা দেন। শুধু তাই নয়, প্রয়োজনে তিনি ত্রিপুরার মানুষের সঙ্গে থাকবেন বলে জানান তিনি। অভিষেক বলেন, ‘বিজেপিকে এক ছটাক জমি ছাড়ব না।’ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, ‘তোমরা যে ভাষা বোঝো সেই ভাষায় জবাব দিতে ত্রিপুরার মানুষ জানে।’ ১৬ তারিখে লাইনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এদিনের সভা থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত নিয়ে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, মোবাইল, বাইক, টিভি, ফ্রিজ থাকলে এই পরিষেবা পাবেন না। কিন্তু মমতার স্বাস্থ্য সাথী কার্ড মোবাইল, বাইক, টিভি, ফ্রিজ থাকলে বা না থাকলেও পাবেন। মাথার উপর ছাদ থাকলে বা না থাকলে পাবেন। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস জয়ী হলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বাংলায় চালু থাকা রাজ্য সরকারের একাধিক প্রকল্প চালু করা হবে বলে ঘোষণা করেন তিনি।