জেলা

জয়েন্টে পাশের হার ৯৯.৪ শতাংশ, প্রথম মহম্মদ সাহিল আখতার – দ্বিতীয় সোহম দাস

২০২৩ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হল আজ ৷ সাংবাদিক সম্মেলন করে বোর্ডের সভাপতি মলয়েন্দু সাহা জানালেন এ বার প্রথম হয়েছে মহম্মদ সাহিল আফতার ৷  জানানো হয়, এই বছর পরীক্ষার্থী ১ লক্ষ ২৪ হাজার ৯১৬ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৯৭ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ৯১ হাজার ৯৭৪ জন। মহিলা ৩২ হাজার ৯৪৪ জন। রূপান্তরকামী ১জন।  তালিকা অনুযায়ী, প্রথম ১০ স্থানাধিকারীর মধ্যে ৬ জনই সিবিএসই-র (CBSE), ৩ জন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এবং একজন আইসিএসই বোর্ডের। গত বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১ লক্ষ ১ হাজার ৪১৩ জন। বিকেল ৪টা থেকে ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে ফলাফল। প্রথম স্থানাধিকারী মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয় স্থান অর্জন করেন সোহম দাস। দু’জনেই একই স্কুলের ছাত্র।  দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের দু’ই পড়ুয়া সিবিএসই বোর্ডের ছাত্র। তৃতীয় স্থানাধিকারীর নাম সারা মুখোপাধ্যায় (বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের)। চতুর্থ স্থানাধিকারী সৌহার্দ্য দণ্ডপাট (মেদিনীপুর কলেজিয়েট স্কুল)। পঞ্চম স্থান অর্জন করেছেন অয়ন গোস্বামী (দুর্গাপুর-হেমশীলা মডেল স্কুল) এবং ষষ্ঠ স্থান অর্জন করেছেন অরিত্র অম্বুধ দত্ত (সোদপুর- নারায়ণা বিদ্যালয়)। সপ্তম স্থান অর্জন করেছেন কিন্তন সিনহা (রাজস্থান-মা ভারতী স্কুল), অষ্টম স্থান অর্জন করেছেন সাগ্নিক নন্দী (বাঁকুড়া জেলা স্কুল), নবম স্থান করেছেন রক্তিম কুণ্ডু (রাজস্থান- দিশা দিলহি পাবলিক স্কুল), দশম স্থান অর্জন করেছেন শ্রীরাজ চন্দ্র (কাটোয়া হোলি অ্যাঞ্জেল স্কুল)। উল্লেখ্য, ২৬ দিনের মাথায় প্রকাশিত হলো ফলাফল।

একনজরে দেখে নিন, পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকার প্রথম ১০ জনের নাম –

  • প্রথম – মহম্মদ সাহিল আখতার, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, সিবিএসই
  • দ্বিতীয় – সোহম দাস, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, সিবিএসই
  • তৃতীয় – সারা মুখোপাধ্যায়, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, WBCHSE
  • চতুর্থ – সৌহার্দ্য দণ্ডপাট, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, WBCHSE
  • পঞ্চম – অয়ন গোস্বামী, হেমশীলা মডেল স্কুল, দুর্গাপুর, সিবিএসই
  • ষষ্ঠ – অরিত্র অম্বুধ দত্ত, নারায়ণা স্কুল, সোদপুর, সিবিএসই
  • সপ্তম – কিন্তন দত্ত, মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুল, রাজস্থান, সিবিএসই
  • অষ্টম – সাগ্নিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুল, WBCHSE
  • নবম – রক্তিম কুণ্ডু, দিশা দিল্লি পাবলিক স্কুল, রাজস্থান, সিবিএসই
  • দশম – শ্রীরাজ চন্দ, হোলি অ্যাগনেস স্কুল, কাটোয়া, ICSE