দেশ

স্বর্ণমন্দিরের সামনে পঞ্জাবের অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে গুলি করে হত্যার চেষ্টা, ধৃত আততায়ী

পঞ্জাবে শিরোমণি অকালি দলের প্রধান এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলকে বুধবার সাতসকালেই গুলি করে হত্যার চেষ্টা করা হল অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে। সে সময়ে উপস্থিত ব্য়ক্তিদের হাতে ধরা পড়ে যান আততায়ী, তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্তের নাম নারায়ণ সিং চৌরা, সে বব্বর খালসা ইন্টারন্যাশনাল নামের একটি খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রাক্তন সদস্য। তবে অল্পের জন্য বেঁচে গিয়েছেন সুখবীর সিংহ বাদল। সেই সময়ে উপস্থিত আতাতায়ী এবং নিরাপত্তা রক্ষীরা গিয়ে অভিযুক্ত নারায়ণ সিং চৌরাকে ধরে ফেলে।