দেশ

‘শিখ আইপিএস অফিসারকে খালিস্তানি মন্তব্যের বিজেপির ক্ষমা চাওয়া উচিত’, তীব্র নিন্দা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

শিখ আইপিএস অফিসারকে ‘খালিস্তানি’ বলার অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ এবার এই ঘটনার তীব্র নিন্দা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ৷ তিনি এই মন্তব্যের জন্য বিজেপির ক্ষমা চাওয়ারও দাবি তুলেছেন ৷ এদিন সোশাল মিডিয়ায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী লেখেন, “বাংলার একজন শিখ আইপিএস অফিসারকে একজন বিজেপি নেতা দেশবিরোধী বলেছেন ৷ এটা খুবই নিন্দনীয় ৷ হয়তো ওই বিজেপি নেতা জানেন না যে, দেশকে স্বাধীন করতে এবং দেশের স্বাধীনতা রক্ষায় আজ পর্যন্ত পঞ্জাবিরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে ৷ পঞ্জাবিদের কাছে বিজেপির ক্ষমা চাওয়া উচিত ৷” ‘খালিস্তানি’ মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে ৷ তাই এই মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে ৷ তার আঁচ এসে পড়েছে আসানসোলেও । বুধবার দুপুরে হীরাপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শিখ সমাজের মানুষজন। বিভিন্ন গুরুদুয়ারা থেকে এদিন শিখ সমাজের মহিলা-পুরুষরা এসে দীর্ঘক্ষন ধরে হীরাপুর থানার বাইরে এসে বিক্ষোভ দেখান। তাঁরা স্মারকলিপিও জমা দেন হীরাপুর থানায় ।