দেশ

Dev : দিল্লিতে আটঘণ্টা ম্যারাথন জেরা পর হাসিমুখে ইডি দফতর থেকে বেরলেন দেব

টানা ৮ ঘণ্টা ম্যারাথন জেরার পড়ে সন্ধেবেলা ৭টা ২০ মিনিট নাগাদ ইডি দফতর থেকে হাসিমুখে বেরোলেন দেব। বুধবার গরুপাচার মামলায় ইডি তলব করা হয়েছিল দেবকে। শ্যুটিং বাতিল করে দিল্লিতে হাজির হন অভিনেতা-সাংসদ দেব । এক সপ্তাহ আগেই চিঠি দিয়ে ২১ ফেব্রুয়ারি দিল্লিতে ডাকে ইডি। সমস্ত নথি নিয়ে দিল্লিতে তাঁকে হাজিরা দিতে বলা হয়। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে ডেকে পাঠানো হয় তৃণমূল সাংসদকে।  ইডির কাছে হাজিরা দিয়ে দেব অবশ্য বলেন, ”আমি হাসিমুখে ঢুকেছিলাম, হাসিমুখে বেরোচ্ছি। আমাকে যা যা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পূর্ণ সহযোগিতা করেছি। ভবিষ্যতেও তলব করা হলে সহযোগিতা করব। এর থেকে বেশি এই মুহূর্তে বলতে গেলে ফ্লাইট মিস করব। কারণ আজ রাতেই কলকাতায় ফিরতে হবে।”