দেশ

এবার পুরীতেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর

সারা দুনিয়া থেকে বিমানে পর্যটক ও পুণ্যার্থীরা সরাসরি পৌঁছতে পারবেন পুরীতে। এবার আকাশপথে সরাসরি পৌঁছনো যাবে জগন্নাথধামে। পুরীতেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। ইতিমধ্যেই যার কাজ শুরু হয়ে গিয়েছে। শেষ হওয়ার কথা ২০২৭ সালের মধ্যে। নাম দেওয়া হয়েছে জগন্নাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রায় ১,১০০ একর জমির উপর গড়ে উঠবে এই অত্যাধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর। বিজেডির কাউন্সিলর ও পুরী জেলার সহ-সভাপতি ভক্তচরণ দাস বললেন, বর্তমানে বিমানে ভুবনেশ্বরে নেমে তারপর পুরী পৌঁছতে হয়। এছাড়া ট্রেনের ব্যবস্থা তো আছেই। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুরীর স্থানমাহাত্ম্য ও পর্যটনের বাড়বাড়ন্তকে মাথায় রেখে জগন্নাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরিকল্পনা করা হয়েছে। বিস্তর টানাপোড়েনের পর ছাড়পত্র পাওয়া গিয়েছে। তাঁর সংযোজন, পুরীর মূল অংশ স্বর্গদ্বার থেকে জগন্নাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব ২৫ কিলোমিটারের মধ্যে। ফলে খুব স্বাভাবিকভাবেই পর্যটকরা বিমানে পৌঁছে সামান্য সময়ের মধ্যে পুরীর মূল অংশে পৌঁছতে পারবেন। এতে একদিকে শ্রীক্ষেত্রে আসার টান যেমন বাড়বে আবার একইসঙ্গে যোগাযোগ ব্যবস্থার এই উন্নতির জন্য মানুষের সময়ও বাঁচবে। ভক্তচরণ বললেন, ঠিক হয়েছে বর্তমান ভুবনেশ্বর বিমানবন্দরটি ডোমেস্টিক হয়ে যাবে।