তিনি বরাবরই স্পষ্ট বক্তা ৷ অতীতেও একাধিকবার প্রকাশ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় সরব হয়েছেন ৷ প্রশ্ন তুলেছেন অযোধ্যায় রামমন্দিরের প্রতিষ্ঠা নিয়েও ৷ এবার মকর সংক্রান্তির আগে গঙ্গাসাগরে এসে পুরীর মন্দিরের শঙ্করাচার্য শ্রী নিশ্চলানন্দজি সরস্বতী মহারাজ ফের নিশানা করলেন মোদিকে ৷ বাদ গেলেন না যোগীও ৷ এছাড়াও বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও দিঘায় জগন্নাথ মন্দির তৈরি নিয়েও ক্ষোভপ্রকাশ করলেন তিনি ৷ প্রতি বছরই গঙ্গাসাগর মেলায় আসেন পুরীর মন্দিরের শঙ্করাচার্য শ্রী নিশ্চলানন্দজি সরস্বতী মহারাজ । গঙ্গাসাগর মেলায় এসে তিনি দেশ ও এ রাজ্যের বর্তমান পরিস্থিতি-সহ নানা বিষয় নিয়ে কথা বলতে সাংবাদিকদের মুখোমুখি হন । মোদি-যোগীকে তোপ পুরীর শঙ্করাচার্যের। “নকল শঙ্করাচার্য বানানো হচ্ছে ৷ তা বানিয়ে ঘোরানো হচ্ছে বিভিন্ন পুণ্যক্ষেত্রে। পুরীর শঙ্করাচার্যকে নিয়ে ভয় সকলের । নরসিমা রাও, অটল বিহারী বাজপেয়ী সকলেই এই কাজ করেছেন । আর এখন মোদি ও যোগীও একই কাজ করছেন । যদি ভারতে ন্যায়তন্ত্র থাকত তাহলে সবার আগে মোদি ও যোগীকে প্রথমে শাস্তি দেওয়া হত । শঙ্করাচার্য বানানো কি কোনও রাজনৈতিক দলের কাজ ? আমি কোনও রাজনৈতিক দলের লোক নই । আমাকে নিয়ে ওঁদের ভয় রয়েছে । আর তাই আমাকে টক্কর দেওয়ার জন্য নরসিমা রাও এক আতঙ্কবাদীকে নকল শঙ্করাচার্য তৈরি করে ঘুরিয়েছিলেন । বাজপেয়ীও নকল শঙ্করাচার্য করে ঘোরান । আর এখন মোদি যোগীও তাই করছেন । নকল প্রধানমন্ত্রী, নকল মুখ্যমন্ত্রী হয় কি ? কেউ নকল প্রধানমন্ত্রী তৈরি করবে তাঁকে হয় কেউ পাগল বলবে নয় তো জেলে পাঠাবে । তাহলে নকল শঙ্করাচার্য কেন ? আমি বলছি, যদি ভারতে ন্যায়তন্ত্র থাকত তাহলে সবার আগে মোদি ও যোগীকে সবার প্রথমে শাস্তি দেওয়া হত । ওদের পাগলাখানায় পাঠানো উচিত ৷”