রাজ্যে কয়লা পচার কাণ্ডে এবার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন পুরুলিয়া জেলার পুলিশসুপার এস সেলভামুরগান। তিনি আজ বেলা ১১টা নাগাদ হাজিরা দেন ইডির সদর দফতরে । এ দিন তাঁকে তাঁর আয়করের যাবতীয় তথ্য আনতে বলা হয়েছিল। জানা গিয়েছে, মূলত এই আধিকারিকের কাছ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে চাইবেন যে, তিনি যখন বিভিন্ন কোলিয়ারি এলাকায় জেলা পুলিশের দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি কয়লা পাচারারের কোনও তথ্য জানতে পেরেছিলেন কি না ? কোথাও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়েছিল কি না ? গত পরশুদিন দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেন কোটেশ্বর রাও । গতকাল হাজিরা দেন শ্যাম সিং । আর আজ হাজিরা দিলেন পুরুলিয়া জেলার এসপি।



