ইউক্রেন-যুদ্ধ বন্ধের বড়সড় ইঙ্গিত মিলল। এবার ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে সায় দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। কিন্তু, পাল্টা কিছু শর্তও চাপিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধের নেপথ্যে থাকা মূল বিষয়টির নিষ্পত্তি করতে হবে। এর আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবের সমালোচনা করেছিল রাশিয়া। ক্রেমলিন জানিয়েছিল, এই প্রস্তাব আসলে ইউক্রেনের চাল। যুদ্ধবিরতির সুযোগ নিয়ে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে কিয়েভ। ৩০ দিনের সময় শেষে হলেই আবার পূর্ণ উদ্যোমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে জেলেনস্কির দেশ। কিয়েভকে তাই কোনও ভাবেই ‘শ্বাস’ নিতে দেওয়ার পক্ষপাতী নয় রাশিয়া। তাদের এই অবস্থানের কথা ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে মস্কো। মঙ্গলবার সৌদি আরবের জেড্ডায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে সায় দেয় ইউক্রেন। এরপর এই প্রস্তাব নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করে আমেরিকা। সূত্রের খবর, এই নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ফোন করেছিলেন পুতিন ঘনিষ্ঠ কূটনীতিক ইউরি উষাকভকে। সেই মতামত বিনিময় প্রসঙ্গে উষাকভ বলেন, ‘কোণঠাসা ইউক্রেনীয় সেনাকে সাময়িক সুরাহা দেওয়া ছাড়া এই যুদ্ধবিরতি প্রস্তাব কোনও কাজে আসবে না।’ বৃহস্পতিবার উষাকভ বলেন, আমেরিকার থেকেও আরও ভালো প্রস্তাব বিবেচনা করছে রাশিয়া। তাঁর কথায়, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত আরও ভালো, আরও নির্দিষ্ট কোনও উপায় জানাবেন।’ তাঁর কথায়, রুশ প্রস্তাব দীর্ঘমেয়াদি সমাধান দেবে।
