দেশ

বিদেশ থেকে এলে নিজের খরচে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

বিদেশ থেকে আসা ভারতীয়দের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল কেন্দ্র। তার মধ্যে সাত দিন নিজের খরচায় থাকতে হবে কোয়ারেন্টাইন সেন্টারে। বাকি সাতদিন হোম আইসোলেশনে থাকবেন সংশ্লিষ্ট ব্যক্তি। রবিবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, বিমান, জাহাজ ও স্থল পথে যাঁরা বিদেশে আসবেন প্রত্যেকের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। বিমান ও জাহাজে আগত যাত্রীদের ক্ষেত্রে নিজের খরচে কোয়ারেন্টাইনে থাকার সম্মতি জানিয়ে লিখিত দিতে হবে। তবে অন্তঃসত্ত্বা, পরিজনের মৃত্যু, অসুস্থতা ও ১০ বছরের কম বয়সী শিশু থাকলে সাত দিন কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে না। সেক্ষেত্রে ১৪ দিনই হোম আইসোলেশনে থাকবেন সংশ্লিষ্ট যাত্রী। এছাড়া প্রত্যেক যাত্রীকেই ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোডের পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রেও উপসর্গ না থাকলে তবেই বিমানে বা জাহাজে উঠতে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। উল্লেখ্য গতকালই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছিলেন, আগস্ট মাসের আগেই আন্তর্জাতিক উড়ান চালানোর সম্ভাবনা রয়েছে। 

🔵 যাত্রীদের কি করণীয় আর কি করণীয় নয় তা এজেন্সি দ্বারা টিকিটের মধ্যেই উল্লেখ থাকবে
🔵 প্রত্যেক যাত্রীকে মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক
🔵 বিমান বা জাহাজে শুধুমাত্র স্ক্রিনিংয়ের পর অসংক্রমণহীন যাত্রীরাই বোর্ডিং করতে পারবে
🔵 অসংক্রমণহীন যাত্রীরাই ভারতের সীমান্তে প্রবেশ করতে পারবেন
🔵 যাত্রীর দ্বারা পূরণ করা স্ব-ঘোষিত ডুপ্লিকেট ফর্মের প্রতিলিপি বিমানবন্দর/‌সমুদ্রবন্দর/‌স্থলবন্দরে উপস্থিত স্বাস্থ্য ও অভিবাসন কর্মকর্তাদের দেওয়া হবে। এই ফর্মটি আরোগ্য সেতুতেও উপলব্ধ রয়েছে
🔵 পরিবেশগত স্যানিটাইজেশন এবং জীবাণুমুক্তকরণের মতো যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা বিমানবন্দরগুলির পাশাপাশি ফ্লাইটের মধ্যেও নিশ্চিত করা উচিত
🔵 বোর্ডিং ও বিমানবন্দরে প্রবেশের সময় সামাজিক দুরত্ব সহ সব ধরনেক সতর্কতা বজায় রাখতে হবে
🔵 কোভিড-১৯ নিয়ে ঘোষিত সতর্কতামূলক নির্দেশগুলি বিমানবন্দর, পোর্ট ও বিমান ও জাহাজের ভেতরও অনুসরণ করে চলতে হবে
🔵 বিমান বা জাহাজে বোর্ডিংয়ের সময় মাস্ক পরা, পরিবেশগত পরিচ্ছন্নতা, শ্বাস-প্রশ্বাসমূলক পরিচ্ছন্নতা, হাত পরিষ্কার রাখা সহ সব কিছু মানতে হবে
🔵 যাত্রীরা বিমানবন্দরে নামার পরই তাঁদের স্কিনিং করা বাধ্যতামূলক এবং তা স্বাস্থ্য কর্মীর উপস্থিতিতে
🔵 স্ক্রিনিংয়ের সময় করোনার উপসর্গ দেখা দিলে তাঁকে সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠাতে হবে এবং সব ধরনের চিকিত্‍সা সহযোগিতা করতে হবে
🔵 রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলের সরকার দ্বারা বন্দোবস্ত করা কোয়ারান্টাইন কেন্দ্রে সব ধরনের সুবিধা সহ যাত্রীদের রাখা হবে
🔵সাতদিন সরকারি কোয়ারান্টাইনে থাকতে হবে
🔵আইসিএমআর নিয়ম অনুসারে টেস্ট করতে হবে যাত্রীদের
🔵 যাত্রীদের মধ্যে কেউ পজিটিভ হলে তাঁর চিকিত্‍সা করতে হবে এবং হাল্কা উপসর্গদের কোভিড কেয়ার কেন্দ্রে রাখা হবে