যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও ব়্যাগিংয়ের অভিযোগ । ফিল্ম স্টাডিজের স্নাতকোত্তর বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রকে ব়্যাগিংয়ের পাশাপাশি তাঁর মাকে ধর্ষণ করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর কাছে ইমেল করে অভিযোগ জানিয়েছেন ওই ছাত্র ৷ তাঁর সঙ্গে কী কী করা হয়েছে তা বিস্তারিত ভাবে ইমেলে জানিয়েছেন দ্বিতীয় বর্ষের ছাত্র ৷ তিনি জানিয়েছেন যে, মেইন হস্টেলে থাকেন তিনি । সেখানেই চলতি মাসের 18 তারিখ তাঁকে বিভিন্ন কথা বলে বিরক্ত করা হয়েছে । বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের । ব্রাত্য বসুর উপস্থিতিতে ঘটে যাওয়া সেই আন্দোলনের রেশ এখনও কাটেনি ক্যাম্পাস চত্বরে । এরই মধ্যে আরও একবার ফিরে আসলো ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনার স্মৃতি । ব়্যাগিংয়ের অভিযোগে মৃত্যু হয়েছিল ওই ছাত্রের । সেই সময় ক্যাম্পাস চত্বরে হয়েছিল তীব্র ছাত্র আন্দোলন । সেই আন্দোলনে শামিল হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়া । তাঁদের মধ্যেই অন্যতম ফিল্ম স্টাডিজের স্নাতকোত্তর বিভাগের দ্বিতীয় বর্ষের এই পড়ুয়া । সেই সময়ে প্রতিবাদ করার জেরে এবার তাঁকেই ব়্যাগিংয়ের শিকার করা হয়েছে বলে অভিযোগ পত্রে লিখেছেন ওই ছাত্র ৷ তাঁর অভিযোগ, গত 18 তারিখ তাঁকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের ভিতরেই নানা অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে । পূর্বে ব়্যাগিংয়ের বিরুদ্ধে পোস্টের জন্য পুনরায় সোশাল মিডিয়ায় ক্ষমা চেয়ে জোর করে পোস্ট করানো হয়েছে ওই ছাত্রকে । তাঁর মাকে নিয়েও নানা আপত্তিকর কথা বলা হয়েছে । এমনকি ওই ছাত্রের মাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও ইমেলে লিখেছেন ওই ছাত্র ৷ তাঁর এই অভিযোগগুলি ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক স্তরের দুই ছাত্রের বিরুদ্ধে । যদিও এই অপরাধে তাঁদের সঙ্গে পরবর্তী সময়ে বহু অন্যান্য ছাত্রও যোগ দিয়েছেন বলে অভিযোগ পত্রে জানিয়েছেন অভিযোগকারী ছাত্র । প্রায় চার ঘণ্টা তাঁকে ঘরে আটকে রেখে দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেছেন । কর্তৃপক্ষের কাছে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে ইমেল করেছেন তিনি । বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত জানান, “আমরা ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছি । এই ধরনের ঘটনা বরদাস্ত করা চলবে না । জিজ্ঞাসাবাদ করা হবে ।”
