দেশ

রাহুলের মামলা শুনতে রাজি নন, শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন গুজরাত হাইকোর্টের বিচারপতি

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিড়ম্বনা যেন কিছুতেই কাটছে না। সুরাতের নিম্ন আদালতের বিচারকের শাস্তি স্থগিত রাখার আর্জি জানিয়ে মঙ্গলবার গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধি । বুধবার প্রাথমিক শুনানির পরেই মামলা শোনার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিচারপতি গীতা গোপী। অন্য কোনও বিচারপতির বেঞ্চে  যাতে মামলার শুনানি হয় তার জন্য মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর জন্য হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন। এদিন গুজরাত হাইকোর্টের বিচারপতি গীতা গোপীর এজলাসে প্রাথমিক বিফিংয়ে জরুরি ভিত্তিতে মামলার শুনানি করার দাবি জানান রাহুল গান্ধির আইনজীবী পি এস চাম্পানেরি। কিন্তু আদালতে হাজির গুজরাত সরকারের আইনজীবী জরুরি শুনানিতে আপত্তি জানান। মামলার সঙ্গে গুজরাত সরকারের কোনও সম্পর্ক না থাকা সত্বেও কেন জরুরি শুনানির ক্ষেত্রে অতিরিক্ত গভর্নমেন্ট প্লিডার (এজিপি)আপত্তি জানাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুলের আইনজীবী। তাঁর সেই প্রশ্নের জবাব দিতে পারেননি গুজরাত সরকারের আইনজীবী। প্রাথমিক ব্রিফিংয়ের শেষে নিজেকে মামলার শুনানি থেকে সরিয়ে নেওয়ার কথা জানান বিচারপতি। কিন্তু কী কারণে তিনি মামলার শুনানি থেকে সরে দাঁড়াচ্ছেন তা নিয়ে স্পষ্ট কোনও ব্যখ্যা দেননি বিচারপতি। শুধু আদেশনামায় লিখেছেন, ‘এই মামলার বিচার এই এজলাসে হবে না।’