রাহুল গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের সামনে এদিন হাজিরা দিয়েছেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। চলেছে ন্যাশনাল হেরাল্ড মামলায় তাঁর জেরা। তারই প্রতিবাদে রাজধানীর পারদ চড়িয়ে রাস্তায় বসে ধরনায় যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা তথা সনিয়া পুত্র রাহুল গান্ধী। মঙ্গলবার রাজধানীর রাস্তায় প্রতিবাদে বসে পড়েছিলেন রাহুল। তাঁর সঙ্গেই ছিলেন আরও বহু কংগ্রেস নেতা-কর্মী। পুলিশের সঙ্গে প্রায় মিনিট তিরিশের বাদানুবাদের পর রাহুলকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়। সেখানে আগে থেকে আটক হওয়া কংগ্রেস সাংসদরাও ছিলেন।আটক হয়ে কংগ্রেস নেতার প্রতিক্রিয়া, ‘ভারত একটা পুলিশ রাষ্ট্র, মোদি এক রাজা।’সংসদের কাছেই উচ্চ নিরাপত্তা সম্পন্ন রাজপথে বসে মূল্যবৃদ্ধি, জিএসটি সহ একাধিক ইস্যু নিয়ে সোচ্চার হন রাহুল গান্ধী। একই সময়ে ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছিল সোনিয়া গান্ধীর। সোনিয়ার সঙ্গেই এসেছিলেন রাহুল, ছিলেন প্রিয়াঙ্কাও। ওখান থেকেই শহরের অন্য দিকে প্রতিবাদে যোগ দেন রাহুল। রাজ্যসভায় বিরোধী দলনেত্রী মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আমরা পুলিশের কথামতোই প্রতিবাদ প্রদর্শন করেছি। এসব বিরোধীদের কণ্ঠরোধ করতে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের ষড়যন্ত্র। আমরা ভয় পাই না, প্রতিবাদ চলতে থাকবে।’