কৃষি আইনের প্রতিবাদে রাজধানীর রাজপথে ট্র্যাক্টর মিছিল করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ শার্ট, ট্রাউজার ও মাস্ক পরে দিল্লির রাস্তায় একটি লাল ট্র্যাক্টর চালিয়ে নিজের প্রতিবাদ জানান রাগা ৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের অন্য কর্মী সমর্থকরা ৷ কৃষি আইন নিয়ে আজ রাজধানীতে উত্তেজনার পারদ চড়াল কংগ্রেস ৷ কেন্দ্রের আনা তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লির প্রাণকেন্দ্রে ট্র্যাক্টর চালিয়ে মিছিল করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, “কৃষকদের বার্তা আমি সংসদে নিয়ে এসেছি ৷ সরকার কৃষকদের কণ্ঠরোধ করছে এবং সংসদে এই নিয়ে কোনও আলোচনা হতে দিচ্ছে না ৷ এই কালো আইন তাদের প্রত্যাহার করতে হবে ৷ 2-3 জন বড় ব্যবসায়ীকে সুবিধে করে দেওয়ার জন্যই এই আইন আনা হয়েছে, এটা গোটা দেশ জানে ৷” রাহুলের কথায়, “সরকারের দাবি, কৃষকরা খুব খুশি আর যে কৃষকরা প্রতিবাদ জানাচ্ছেন, তাঁরা সন্ত্রাসবাদী ৷ বাস্তবে কৃষকদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে ৷”