দেশ

বিজেপির ‘চক্রব্যূহ’ ভেঙে দেবে ইন্ডিয়া জোট, দাবি রাহুল গান্ধির

দেশে ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়েছে। লোকসভায় বাজেট বক্তৃতায় বিজেপির মোদি সরকারকে তীব্র নিশানা করলেন রাহুল গান্ধি। মহাভারতের উপমা টেনে রাহুল গান্ধি বলেন, “ঠিক যেভাবে অভিমন্যুকে চক্রব্যুহে হত্যা করা হয়েছিল। ঠিক সেভাবে গোটা ভারতকে চক্রব্যুহে বন্দি করেছে বিজেপি সরকার।’ সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জমানায় দেশের ৬ চক্রব্যুহের উপমা তুলে বিরোধী দলনেতা রাহুল গান্ধির অভিযোগ, মোদি জমানায় মন্ত্রী থেকে শুরু করে কৃষক, ভোটার, বেকার সকলেই ভীত, সন্ত্রস্ত। সংসদে বক্তব্য রাখতে গিয়ে রাহুল সোমবার বলেন, “হাজার বছর আগে হরিয়ানার কুরুক্ষেত্রে অভিমন্যু নামে এক যুবককে চক্রব্যুহে বন্দি করে হত্যা করেছিল ৬ জন। আমি সেই চক্রব্যুহ নিয়ে কিছু পড়াশুনা করি এবং জানতে পারি এই চক্রব্যুহের অন্য নাম হল হল পদ্ম ব্যুহ। পদ্মফুলের মতো আকার হওয়ায় এমন বলা হত। বর্তমানে চক্রব্যুহ ব্যবহার করা হচ্ছে দেশের কৃষকদের বিরুদ্ধে মাঝারি ব্যবসায়ী, অগ্নিবীর, পড়ুয়া, বেকার যুবকদের বিরুদ্ধে। আজও এই চক্রব্যুহে দ্রোণাচার্য, কর্ণ, কৃতবর্মা, শকুনি, কৃপাচার্য, অশ্বত্থমার মতো ৬ জন রয়েছেন।” কেন্দ্রীয় বাজেটকে দিশাহীন আখ্যা দিয়ে চরম সমালোচনা করে রাহুল বলেন, “করোনার সময় দেশের ছোট ও মাঝারি ব্যবসাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে। যার জেরে দেশে ভয়ংকরভাবে বেড়েছে বেকারত্ব। অর্থমন্ত্রী এ দেশের বেকার সমস্যা মেটাতে তিনি কী করেছেন? বাজেটে আপনি ইন্টার্নশিপ উল্লেখ করেছেন, যা নিছক রসিকতা ছাড়া আর কিছু না। প্রথমে পা ভেঙে, এখন ব্যান্ডেজ লাগানোর চেষ্টা চলছে।”