লোকসভার ফের উঠল কৃষক আন্দোলনের ইস্যু। তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। মঙ্গলবার লোকসভায় জিরো আওয়ারের সময় কৃষক আন্দোলনের প্রসঙ্গ তোলেন রাহুল। বলেন, দিল্লিতে কৃষক আন্দোলন চলার সময় যে কৃষকরা প্রয়াত হয়েছিলেন, তাঁদের পরিবারের হাতে অবিলম্বে ক্ষতিপূরণ তুলে দেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র। কারণ, ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। পাশাপাশি, তিনি কেন্দ্রকে আক্রমণ করেন প্রয়াত কৃষকদের সংখ্যা নির্ধারণে অক্ষমতা দেখেও। এক বছর ধরে চলা আন্দোলনের সময় প্রয়াত কৃষকদের সংখ্যা ঠিক কত, তার স্পষ্ট পরিসংখ্যান কেন্দ্রের কাছে কেন নেই, তা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল। তিনি বললেন, এই কৃষকরা হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশের। লোকসভায় তিনি দাবি করেন, আন্দোলন চলাকালীন মোট ৭০০ কৃৃষকের মৃত্যু হয়েছে। এ দিকে গত ৩০ নভেম্বর একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী বলেন, কৃষকদের মৃত্যুর বিষয়ে কোনও তথ্য কেন্দ্রীয় সরকারের হাতে নেই। রাহুল উল্লেখ করেন, ইতিমধ্যে পঞ্জাব সরকার ৪০০ কৃষক পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছে। এ ছাড়াও ১৫২ জনকে সরকারি চাকরি দেওয়া সম্ভব হয়েছে। তাঁর কাছে হরিয়ানার ৭০ কৃষকের তালিকা আছে, যাঁদের কৃষক আন্দোলনের সময় মৃত্যু হয়েছে।