দেশ

আফস্পা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারকে চিঠি, হর্নবিল উৎসবও বাতিল করল নাগাল্যান্ড সরকার

নাগাল্যান্ডে জঙ্গি সন্দেহে ১৪ জন নিরীহ গ্রামবাসীকে গুলি করে খুন করে সেনাবাহিনী।  এর আগেও সেনার ২১ নম্বর প্যারা স্পেশাল ফোর্সের বিরুদ্ধে ইচ্ছাকৃত গণহত্যার অভিযোগে এফআইআর দায়ের করেছে সে রাজ্যের সরকার। এবার রাজ্য থেকে আফস্পা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রকে চিঠি দেবে তারা, জানিয়ে দিল নাগাল্যান্ড সরকার। অশান্ত এলাকায় সেনার হাতে বিশেষ ক্ষমতা দেয় এই আইন। এখানেই শেষ নয়। রাজ্যে হর্নবিল উৎসবও বন্ধ করে দিন নাগাল্যান্ড সরকার। প্রতি বছর এই উৎসবে যোগ দিতে আসেন দেশ–বিদেশের পর্যটকরা। ১ থেকে ১০ ডিসেম্বর হয় এই উৎসব। এ বছর মাঝপথেই বন্ধ করল রাজ্য সরকার। জরুরিভিত্তিতে বৈঠকে বসে নাগাল্যান্ড মন্ত্রিসভা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনীর গুলিতে নিহতদের শেষকৃত্যে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও আফস্পা প্রত্যাহারের দাবি তোলেন। বলেন, তাঁর রাজ্যের পক্ষে এই আইন বেদনাদায়ক। সম্পূর্ণ ভারত রাষ্ট্রের গায়ে কালির দাগের মতো রয়েছে এই আফস্পা। এনডিএ–এর জোটশরিক হয়েও সরাসরি তিনি আঙুল তোলেন কেন্দ্রের দিকে।