দেশ

মানহানি মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুরাতের সেশন কোর্টে মামলা দায়ের করতে চলেছেন রাহুল গান্ধি

মানহানি মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে গুজরাতের সুরাতের সেশন কোর্টে মামলা দায়ের করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সূত্রের খবর সোমবার আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি।

উল্লেখ্য ২০১৯ সালে ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ওই বছর দায়ের হওয়া মানহানি মামলায় গুজরাতের সুরাটের এক আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করেছে। সেই মামলায় রাহুলকে দু বছরের সাজা শোনান বিচারক। যদিও ওই দিন জামিনও পেয়ে যান কংগ্রেস সাংসদ। আদালতের সেই সাজা ঘোষণার পর লোকসভার স্পিকার কংগ্রেস নেতার সাংসদ পদ খারিজ করেন। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপির চাপের কাছে নতি স্বীকার করেই লোকসভার অধ্যক্ষ রাহুলের সাংসদপদ খারিজ করে দিয়েছেন। ২০১৯ সালে গুজরাতের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ, ‘কীভাবে সব চোরের পদবি মোদি হয়?’ নীরব মোদি, ললিত মোদির সঙ্গে একসারিতে নরেন্দ্র মোদিকে রেখে এই মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি। লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক র‍্যালিতে অংশ নিয়ে রাহুল গান্ধি এই মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। সেই মামলায় আদালত রাহুলের সাজা ঘোষণা করে।