রাহুল গান্ধি এখন দেশের বাইরে ৷ তাই ইডির সমনে হাজিরা দিতে পারছেন না ৷ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এবং প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সাংবাদিকদের জানিয়েছেন, ৫ জুন পর্যন্ত রাহুল গান্ধি দেশে থাকছেন না ৷ ইতিমধ্যে তা ইডিকে জানিয়েছেন রাহুল ৷ একটি সংবাদসংস্থাকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা বলেন, “রাহুল গান্ধি ১৯ মে দেশ ছেড়েছেন ৷ ২০-২৩ মে লন্ডনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি ৷ এরপর এখনও ভারতে ফেরেননি ৷” সূত্র অনুযায়ী 5 জুন দেশে ফেরার সম্ভাবনা রয়েছে কংগ্রেস সাংসদের ৷ বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি এবং নেতা রাহুল গান্ধিকে সমনের নোটিস পাঠায় ৷ সোনিয়া গান্ধি (৭৫) ৮ জুন দিল্লিতে ইডির সদর দফতরে যাবেন ৷ আর রাহুলের আজই তদন্তকারী সংস্থার সম্মুখীন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না ৷ জাতীয় কংগ্রেসের মুখপত্র ন্যাশনাল হেরাল্ড পত্রিকার অর্থ জালিয়াতি মামলায় তলব করা হয়েছে বর্ষীয়ান সভানেত্রী সোনিয়া গান্ধি ও পুত্র রাহুল গান্ধিকে ৷ তাঁদের বিরুদ্ধে ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’-এর, পিএমএলএ) আওতায় অর্থ তছরূপের অভিযোগ আনা হয়েছে ৷ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি সাংবাদিক বৈঠকে জানান, ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রকাশক সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড ৷ এর মালিকানা ‘ইয়ং ইন্ডিয়ান লিমিটেড’-এর, যা অলাভজনক কোম্পানি ৷