কংগ্রেসের শহিদ এঁরা । মমতা বন্দ্যোপাধ্যায় এই শহিদদের হাইজ্যাক করেছে । একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবস পালন নিয়ে বলতে গিয়ে এই ভাষাতেই ঘাস-ফুলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা রাহুল সিনহা । তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ তিনি বলেন, “এটা কি আর শহিদ দিবস আছে ? শহিদরা উপর থেকে দেখে মনে করছেন যে কেন শহিদ হলাম ? তার কারণ শহিদ দিবসের নামে ডিজে বাজিয়ে নাচতে নাচতে তাঁরা সভা মঞ্চের দিকে যাচ্ছেন । শহিদ দিবসে শহিদ বেদীতে একটা মালা পর্যন্ত পড়েনি । শহিদদের নামও উল্লেখ করা হল না কোথাও । সেন্টিমেন্ট তৈরি করার জন্য শহিদ দিবস নাম রাখলেও, এর নাম শহিদ দিবস না রেখে এখন তার বদলে উৎসবের দিবস করা উচিত । এরা আসলে শহিদদের নিয়ে খেলা করছে । শহিদ তো আসলে তৃণমূলের নয়, এরা কংগ্রেসের শহিদ ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই শহিদদের হাইজ্যাক করেছেন । তাই হয়তো শহিদদের প্রতি তাঁর খুব একটা দায়বদ্ধতা বা শ্রদ্ধা ভক্তি নেই ।” যদিও বিজেপি নেতা রাহুল সিনহা বক্তব্যে সঙ্গে বাস্তবে কোন মিল নেই। কারণ এদিন সমাবেশের শুরুতেই তৃণমূলের নেতা-নেত্রীরা শহিদ বেদীতে মাল্যদান করে শহিদের প্রতি নিজেদের শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন ।