কলকাতা

ষষ্ঠীর সকালেই সোনারপুর দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা

ষষ্ঠীর সকালেই সোনারপুর দক্ষিণ শাখায় রেল পরিষেবা ব্যাহত। ট্রেন বাতিলের প্রতিবাদে অবরোধে বসেন যাত্রীরা। উৎসব আনন্দের মাঝেই তাল কাটল, সকালে কাজে বেরিয়ে দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রীদের। এখনও খোলা অনেক অফিস, যার জেরে ট্রেনে নিত্যযাত্রীদের ভিড় রয়েছে। পাশাপাশি প্রতিমা দর্শনে বেরিয়েও বিপাকে পড়েন অনেকে। নিত্যযাত্রীদের বক্তব্য, রেলের তরফে আগাম কিছু না জানিয়েই বুধবার সকালে সোনারপুর লোকাল বাতিল করে দেওয়া হয়। এর ফলে সমস্যার মুখে পড়তে হয় তাদের। তার পরেই সোনারপুর স্টেশনে রেল অবরোধ শুরু হয়। অবরোধের জেরে দীর্ঘক্ষণ ধরে ব্যাহত পরিষেবা ।