দেশ

পর্যটকদের জন্য সুখবর, উৎসবের মরশুমে প্রায় ৬ হাজার বিশেষ ট্রেন চালাবে রেল

কিছুদিন পরেই রাজ্যজুড়ে পালিত হবে দুর্গোৎসব। বাংলার জনসাধারণ মেতে উঠবে উৎসবে। এই উৎসবকে সামনে রেখে অন্যত্র বেড়াতেও যান মানুষজন। আর তাই সেটাকে কাজে লাগাতে ঝাঁপিয়ে পড়ল রেল। উৎসবের মরশুমে তাই প্রায় ছয় হাজার বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল। আর কদিন পরই শুরু হবে উৎসবের মরশুম। সেই কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। এতে রেলের আয় যেমন বৃদ্ধি পাবে তেমন সফর করার ক্ষেত্রেও বেশ সুবিধা পাবেন পর্যটকরা। বহু মানুষ উৎসবের ছুটিতে বাড়িতে ফেরার জন্য টিকিট ইতিমধ্যেই কেটে ফেলেছেন বলে খবর। তাই সব মিলিয়ে দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীদের চাপ বেশি থাকে। দূরপাল্লার ট্রেনগুলির উপর যাত্রীচাপ কমাতে এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখতে বাড়তি বিশেষ ট্রেনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার প্রায় ৫,৯৭৫টি ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ২০২৩ সালে উৎসবের মরসুমে বিশেষ ট্রেনের সংখ্যা ছিল ৪৪২৯টি। সেটা এবার বাড়ানো হচ্ছে। এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিশেষ ট্রেন চালানো ছাড়াও ১০৮টি ট্রেনে অতিরিক্ত অসংরক্ষিত কামরা জুড়ে দেওয়া হবে। এই উৎসবের সময়ে আরও এক কোটি বেশি যাত্রী ট্রেন পরিষেবা পাবেন।’‌