জেলা

গুমায় বসে গেল রেললাইন, ট্রেন চলাচলে বিঘ্ন

শিয়ালদা-বনগাঁ শাখার আপ লাইনের রেললাইন বসে যাওয়ায় ঘটে বিপত্তি । শিয়ালদা-বনগাঁ শাখার গুমা স্টেশনের ঘটনা। সূত্রে খবর, রেললাইন বসে গিয়ে আপ লাইনের অন্তত তিন-চার জায়গায় মারাত্মক ক্ষতি হয়েছে । যার জেরে মঙ্গলবার সকালে ওই শাখার আপ লাইনে বেশ কিছুক্ষণ বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। ভোগান্তির মুখে পড়তে হয় রেল যাত্রীদের । পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় সকালেই মেরামতের কাজে নামেন রেলকর্মীরা । শেষ পাওয়া খবর অনুয়ায়ী, শিয়ালদা-বনগাঁ শাখার আপ লাইনে লোকাল ট্রেন চলাচল শুরু হলেও তা চলছে ধীরগতিতে । যদিও এই ঘটনায় আপ লাইনে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি বলেই দাবি রেল কর্তৃপক্ষের । স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত পৌনে রক একটা নাগাদ ওই শাখার আপ লাইন দিয়ে একটি মালবাহী ট্রেন বনগাঁ স্টেশনের দিকে যাচ্ছিল । মালবাহী ট্রেনটি গুমা স্টেশন ছাড়তেই বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় রেলপাড়ের বস্তিবাসীদের । বিষয়টি বুঝতে তাঁরা ছুটে আসেন রেললাইনের দিকে । তখনই বস্তিবাসীরা লক্ষ্য করেন, আপ লাইনের রেললাইন বসে গিয়ে তিন-চার জায়গায় মারাত্মক ক্ষতি হয়েছে । রাতেই বিষয়টি জানানো হয় বারাসত কেবিনের কন্ট্রোল রুমে । যদিও রাত হয়ে যাওয়ায় সেই সময় রেলকর্মীরা ঘটনাস্থলে না গেলেও সাতসকালে মেরামতের জন্য রওনা হন গন্তব্যের দিকে । এরপরই শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতির কাজ ।