এবার যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য বিমানের মতো এবার ট্রেনেও বসছে ব্ল্যাক বক্স। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে দূরপাল্লার এক্সপ্রেস ও লোকাল সব ট্রেনেই বসানো হবে ব্ল্যাক বক্স । রেলের পরিভাষায় এর নাম দেওয়া হচ্ছে ক্রু অডিও ভিডিও রেকর্ডিং সিস্টেম । এই সিস্টেম বসানো থাকবে লোকো ইঞ্জিনে । ট্রেনে কোনও দুর্ঘটনা বা আপদকালীন পরিস্থিতি তৈরি হলে তার কারণ জানা যাবে এই সিস্টেম থেকে । আপাতত আসানসোল ডিভিশনের ছ’টি ও হাওড়া ডিভিশনের একটি ট্রেনে ব্ল্যাক বক্স বা ক্রু অডিও ভিডিও রেকর্ডিং সিস্টেম বসানো হয়েছে । এরপরে আরও ২০টি দূরপাল্লার ট্রেনে এই পরিষেবা চালু হবে বলে রেল সূত্রে খবর । এর মাধ্যমে ট্রেনে কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে কী না তা যেমন জানা যাবে তেমনই যা কথাবার্তা হবে তাও রেকর্ডিং করার সুবিধা মিলবে । অডিও ও ভিডিও একসঙ্গে দুই ধরনের রেকর্ডিংই করা যাবে । রেলের তরফে দাবি করা হয়েছে, বিমান দুর্ঘটনার পর যেমন ব্ল্যাক বক্স থেকে সমস্ত তথ্য উদ্ধার করা সম্ভব হয়, ঠিক একইভাবে দূরপাল্লারই হোক ও লোকাল ট্রেন, যেকোনও ক্ষেত্রেই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করতে ব্ল্যাক বক্স বা ক্রু অডিও-ভিডিও রেকর্ডিং সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ।