কলকাতা জেলা

মুখ্যমন্ত্রীর দাবি মেনে আগামী বুধবার থেকে অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে রেল

কলকাতাঃ মুখ্যমন্ত্রীর দাবি মেনে বুধবার থেকে অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে রেল। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে ৪৬% ও দক্ষিণ-পূর্ব রেলে প্রায় ৪৫% ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। দূরত্ববিধি মানতে জোর তৎপর রেল। রাজ্যে মোট ১৮১ জোড়া লোকাল চালিয়ে কি ভিড় সামাল দেওয়া যাবে? দূরত্ববিধিও কি মানা সম্ভব? এই কারণেই আরও বেশি লোকাল চালানোর জন্য রেলকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। সেই আবেদনে সাড়া দিয়েছে রেল।ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। প্রায় ৪৫ শতাংশ ট্রেন পরিষেবা দেবে তারা। শিয়ালদা ডিভিশনে ৪৬ শতাংশ ট্রেন চালাবে পূর্ব রেল। অফিস টাইমে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল। এদিকে, লোকাল ট্রেন চালু হওয়ার খবরে বদলাচ্ছে কলকাতার মেট্রোর সময়সূচিও। ঠিক হয়েছে, অফিসের ব্যস্ত সময়ে ৭ মিনিট অন্তর মেট্রো চালানো হবে ১১ নভেম্বর থেকে। সকালে ৯ থেকে ১২টা পর্যন্ত এবং বিকেলে ৫টা থেকে ৮টা পর্যন্ত সাত মিনিট পরপর মিলবে মেট্রো। বাড়ছে মেট্রোর সংখ্যাও। মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আগামী বুধবার থেকে দিনভর ১৯০টি মেট্রো চলবে বলে জানা গিয়েছে। এখন প্রায় ১৫০ মেট্রো চলে সারাদিন।