সব কিছু ঠিক থাকলে আগামী ১১ জুন দক্ষিনবঙ্গে বর্ষা প্রবেশ। অবশ্য ইতিমধ্যেই বঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, হাঁসফাঁস গরম থেকে রেহাই দিতে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্যও। তবে আজ দিনের তাপমাত্রা অনেকটাই উর্ধ্বমুখী। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। চলতি সপ্তাহের শেষেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে বলে জানান হয়েছে।