ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের হাত ধরে ফের ভিজবে বাংলা ৷ বেশ কিছু জেলা ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ এবং ২৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । উত্তর বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । আজ বৃহস্পতিবারের মধ্যে সেটি তৈরি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে ৷ এর প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে নিম্নচাপও তৈরি হতে পারে । পশ্চিম-মধ্য এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ৩.১ থেকে ৫.৮ কিলোমিটার ওপরে বায়ুমণ্ডলের উপরিস্তরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে । মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, কর্নাল, মীরাট, বারাণসী, জামশেদপুর ও দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এই সময় কোনও কোনও অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর । আজ থেকে বৃষ্টির রেশ কিছুটা বাড়তে পারে ৷ পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার জেরে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি এবং কোনও কোনও এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে । অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় । শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় । ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা ।শনিবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । বাকি জেলাতেও ঝড়বৃষ্টি চলবে । রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে । তবে ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি । ওই দিন পর্যন্ত দক্ষিণের সব জেলায় চলবে ঝড়বৃষ্টি । বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে । শুক্রবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে । শনিবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । রবি ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।


