কলকাতা জেলা

রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় জারি কমলা সতর্কতা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনীভূত নিম্নচাপ ৷ আরও তীব্র হতে চলেছে বৃষ্টি ৷ আলিপুর হাওয়া অফিস থেকে একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা ৷ মঙ্গলবার বেলা ১০টা থেকে আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তাই হাওয়া অফিসের তরফে নাগরিকদের খুব দরকার না পড়লে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে ৷ মৌসুমী অক্ষরেখা সুরাতগড়, দিল্লি, লখনউ, বারাণসী ও ডালটনগঞ্জ হয়ে বাংলার বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এই অক্ষরেখার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ তৈরি হয়েছে । দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এই নিম্নচাপ । যার অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে । খুব ধীর গতিতে সেটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে । ফলে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টিপাতের পরিমাণ । তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে ৷ দিনের আকাশ থাকবে মেঘলা ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে ৷ বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টিপাত হয়েছে কলকাতা ও দুই ২৪ পরগনায়৷ যার জেরে জলমগ্ন নীচু এলাকাগুলি ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৩.৩ ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ০.২ ডিগ্রি কম ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ ৯৫ এবং সর্বনিম্ন ৮৭ শতাংশ ৷ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে । বুধ থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে । আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সতর্কতা নেই । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলার দু-এক জায়গায় । শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । শুক্র ও শনিবার ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । যদিও, উত্তরের উপরের 5টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷