ফের ঘনীভূত নিম্নচাপ। ফলে সপ্তাহজুড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ৷ কখনও তা হালকা থেকে মাঝারি আবার কখনও ভারী থেকে অতিভারী। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা এবং তৎপ্বার্শবর্তী দুই 24 পরগনা, হাওড়া হুগলি, পূর্ব বর্ধমানে এবং পূর্ব মেদিনীপুরে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে ৷ আকাশ ঘন কালো মেঘে ঢাকা। নিচু অঞ্চলে জল জমে গিয়েছে ৷ সকাল থেকেই বৃষ্টির কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের উপরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ অঞ্চল। সোমবার রাতেই তা দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে ৷ পূর্বাভাস মত আরও উত্তর-পশ্চিমে এগিয়ে আগামী 24 ঘণ্টায় এই নিম্নচাপ অঞ্চলটি নিম্নচাপে পরিণত হতে পারে ৷ এর প্রভাবে রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোনও কোনও জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আজ, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ বুধবারও কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে ৷ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত জেলাগুলিতে বৃষ্টির দাপট কমবে। নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণে অশান্ত থাকবে সমুদ্র। উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে ৷ ফলে আগামী 24 ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের মত আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি চলবে ৷ আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ আগামী শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে ৷


