কলকাতা

নিম্নচাপে পরিণত হয়েছে ‘অশনি’, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস 

গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ‘‌অশনি’‌। আগামী ৩৬ ঘণ্টায় আরও শক্তিক্ষয় হবে ঘূর্ণিঝড়ের। ওড়িশা উপকূলের কাছে শক্তি হারাবে ‘অশনি’। তবে রাজ্যে বড় ঝড়ঝঞ্জার আশঙ্কা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আপাতত ৬ কিলোমিটার বেগে ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। তবে ল্যান্ডফলের আশঙ্কা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে ‘‌অশনি’‌ গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়ায় আজ থেকে বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ মে বুধবার সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতি এবং শুক্রবারও কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ–সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।