শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘে ঢাকে আকাশ। তারপরেই তীব্র গরমের অবসান ঘটিয়ে বৃষ্টিপাত। তবে হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টিপাত হলেও এখনই তাপমাত্রা এবং অস্বস্তি কমছে না মহানগর ও সংলগ্ন অঞ্চলে। এই ‘আরাম’ সাময়িক। এদিন দুপুরে বৃষ্টি হয়েছে দক্ষিণের বেশ কিছু জেলাতেও। তবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ৭ জেলা- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে হবে তাপপ্রবাহ। দক্ষিণের বাকি জেলাগুলিতেও থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। উত্তরেও হচ্ছে ভারী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ এবং আগামিকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। আগামিকাল ভারী বৃষ্টিপাতের সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। আগামী পরশু থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের বেশ কিছু জায়গায়। এই সময় ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং দার্জিলিঙে।