পর্নোগ্রাফি ছবি তৈরির অভিযোগে সোমবার রাতে গ্রেফতার হন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী প্রখ্যাত ব্যবসায়ীকে রাজ কুন্দ্রা। ২৬ মার্চ সফট পর্নোগ্রাফি মামলায় মহারাষ্ট্রে সাইবার সেল রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করে। একইদিনে একতা কাপুরেরও বয়ান রেকর্ড করা হয়। এর আগেই শার্লিন চোপড়া এবং পুনম পাণ্ডে মহারাষ্ট্র সাইবার সেলকে জানান, রাজ কুন্দ্রার হাত ধরেই তাঁরা অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন। শুধু তাই নয়, শার্লিন চোপড়াকে প্রত্যেক প্রজেক্টের জন্য ৩০ লক্ষ টাকা করে দিতেন রাজ কুন্দ্রা। রাজের হয়ে শার্লিন এমন ১৫ থেকে ২০ টি প্রজেক্টে কাজ করেছিলেন। এমনই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সোমবার ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করল মুম্বই পুলিস। একটানা দীর্ঘ লকডাউনের ফলে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে জেন-ওয়াই। রাজ ছাড়াও এই মামলায় আরও ৯ জন ধরা পড়েছেন। রমরমিয়ে কীভাবে চলত অশ্লীল ছবি এই চক্র, গ্রেফতার হতেই তা ফাঁস করল মুম্বই পুলিশ। এই ব্যবসায় ওটিটি প্ল্যাটফর্ম বানিয়ে সেখানে ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন রাজ কুন্দ্রা, তেমনটাই দাবি মুম্বই পুলিশের।মুম্বই পুলিশ বিবৃতিতে জানিয়েছেন, পর্নোগ্রাফি তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। এবং সেই তদন্তের ভিত্তিতেই রাজকে গ্রেফতার করা হয়েছে।পর্নোগ্রাফি ছবি তৈরির মূল ষড়যন্ত্রকারী হলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এবং তার পর্যাপ্ত প্রমাণও রয়েছে পুলিশের কাছে।গতকালই রাত আটটায় হাজিরা দেন রাজ এবং জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় তাকে।নীল ছবির শুটিংয়ের পর তা নিদির্ষ্ট অ্যাপের মাধ্যমে পাঠানো হতো বিদেশে। পরে বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে তা দেখা যেত। এই মামলায় অভিযুক্ত উমেশ কামাতকে গ্রেফতারের পর পুরো বিষয়টি সামনে আসে। তিনিও জানিয়েছিলেন যে রাজের সংস্থায় তিনি কাজ করতেন।এছাড়া আগেও একজন অভিনেত্রীকে এই মামলায় গ্রেফতার করা হয়। সেখানেও কামাতের নাম উঠে এসেছিল।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিনেত্রীর মেলে অন্তত ১৫ টি পর্ন ছবির হদিশ মেলে, যা কিনা আমেরিকায় পাঠানো হতো। এবং প্রতি ছবির মূল্য ২ থেকে ২.৫ লক্ষ টাকা। এবং ভিডিওগুলি হটশটস নামে একটি অ্যাপে আপলোড হতো।ওয়েবসাইটটিতে ২ জিবি পর্যন্ত ডেটা আপলোড করা যায়। এবং অ্যাপটিতে ৭ দিনের মধ্যে আপলোড করা ভিডিও নিজে থেকেই ডিলিট হয়ে যায়।