রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন আইপিএস রাজীব কুমার৷ মনোজ মালব্যের জায়গায় ডিজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন রাজীব কুমার৷ ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার বর্তমানে রাজ্যের ইলেক্ট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব পদে ছিলেন রাজীব কুমার৷ রাজ্য পুলিশের বর্তমান ডিজি হিসেবে আজই অবসর নেবেন মনোজ মালব্য৷ ইতিমধ্যেই মনোজ মালব্যের বদলে রাজীব কুমারের নাম ডিজি হিসেবে ঘোষণা করেছে নবান্ন৷ রাজীবের নিয়োগে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ এর আগে কলকাতা পুলিশের নগরপালের দায়িত্ব সামলেছেন রাজীব কুমার৷ সেই সময় সারদা মামলা সংক্রান্ত তদন্তের সূত্রে রাজীবের সরকারি বাসভবনে হানা দিয়েছিল সিবিআই৷ এই ঘটনার প্রতিবাদে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে রাজীবকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ অতীতে কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন রাজীব কুমার৷ কলকাতার নগরপাল ছাড়াও রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি-র প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি৷ এ ছাড়াও কলকাতা পুলিশের এসটিএফ-এর প্রধান, বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি৷ সারদা দুর্নীতির তদন্তে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দলের প্রধানও ছিলেন রাজীব কুমার৷ তবে আইপিএস হলেও রাজীব কুমারকে তথ্যপ্রযুক্তি এবং ইলেক্ট্রনিক্স দফতরের প্রধান সচিবের পদে বসিয়েছিল রাজ্য সরকার৷