কলকাতা

মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়া সম্ভব নয়, জানাল কমিশন

 ‘মনোনয়নপত্র জমা দেওয়া বা তোলার সময় যা দেওয়া হয়েছে এর থেকে অতিরিক্ত সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়’, জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে হওয়া বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আজ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে । চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। সময় সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। মাঝে বাদ শুধু রবিবার। এতে কোনও পরিবর্তন হচ্ছে না, এমনটাই জানাল কমিশন ।জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, ‘আমরা চাই শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে নির্বাচন পরিচালনা করতে। কোনও কিছু নিয়ে আপনাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। পুলিশের মোতায়েন কীভাবে হবে তা আমরা যথা সময় জানাবো।’ গত বুধবারই রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছিলেন রাজের প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা৷ তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। জানানো হয়েছে, এক দফাতেই সম্পন্ন হবে এই পঞ্চায়েত ভোট। আগামী ১৭ জুন শেষ দিন স্ক্রুটিনির। আগামী ২০ জুনের মধ্যে প্রত্যাহার করা যাবে মনোনয়নপত্র।  ফলপ্রকাশ হবে আগামী ১১ জুলাই। কমিশনের নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন ২ জন। কমিশনের বক্তব্য, অন্যান্যবারেও মনোনয়ন পেশের জন্য এইরকমই সময় দেওয়া হয়।