দেশ

৭ মিনিট আগে কাপ্টরের যোগাযোগ বিচ্ছিন্ন, ঘটনার তদন্তে তিন বহিনীর যৌথ কমিটি, সংসদে জানালেন প্রতিরক্ষামন্ত্রী

তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-‌সহ মোট ১৩ জনের। বৃহস্পতিবার সংসদে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, ‘‌দুর্ঘটনায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। সেনার হাসপাতালে চিকিৎসা চলছে দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের। প্রয়োজনে তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হতে পারে। নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালন করা হবে।’‌ প্রতিরক্ষামন্ত্রী জানান, ১২ টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ১২ টা ৮ মিনিট থেকে সুলুর এয়ারবেসের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি এই ঘটনার তদন্তের জন্য তিন বহিনীর যৌথ তদন্ত কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে বায়ুসেনা। তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং, জানিয়েছেন রাজনাথ সিং।