গতকালই রুদ্ধশ্বাস নাটকরে পর আলিপুর থেকে রাকেশ সিং-এর দুই ছেলেকে গ্রেফতার করে পুলিশ। পরে গলসি থানা থানা থেকে রাকেশ সিংকেও গ্রেফতার করা হয় । ঠিক সেই সময় মাদক কাণ্ডে বিজেপির নেত্রী পামেলা গোস্বামীকে রাতভর জিজ্ঞাসাবাদ করলেন মহিলা গোয়েন্দা আধিকারিকরা। পুলিশ সূত্রের খবর জিজ্ঞাসাবাদে পামেলা পুলিশকে জানিয়েছেন যে, তাঁকে মাদক দ্রব্য সরবরাহ করতেন রাকেশ সিং স্বয়ং। জানা গিয়েছে, ভিনরাজ্যের একাধিক মাদক সরবরাহকারীর নাম জানিয়েছেন পামেলা। ওই দুই লিঙ্কম্যান রাকেশ সিং-এর কাছ থেকে মাদক নিয়ে পামেলার কাছে পৌঁছে দিতেন। পুলিশ আপাতত ওই দুই লিঙ্কম্যানকে খুঁজছে। কীভাবে কলকাতায় এত পরিমাণের কোকেন পেতেন রাকেশ সিং তাঁর খোঁজও চালাচ্ছে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। নিউ আলিপুরে গত শুক্রবার কোকেন সহ ধরা পড়েন বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী ও তাঁর বিশেষ বন্ধু প্রদীপ কুমার দে। গ্রেফতারির পর শনিবার আদালত চত্বরেই বিস্ফোরক মন্তব্য করেন পামেলা। তিনি জানান, তাঁকে ফাঁসানো হচ্ছে, এর পিছনে কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং জড়িত। এই মাদক কান্ডে অগ্রগতি পেতে এ বার রাকেশ সিংকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান লালবাজারের গোয়েন্দারা । আজ আলিপুর আদালতে রাকেশ সিং-কে পেশ করে গোটা মাদক কাণ্ডের গুরুত্ব বুঝিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করবে লালবাজার।