বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানি ও বলি অভিনেত্রী রকুল প্রীত সিং৷ বি-টাউনের নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে৷ পাঞ্জাবি রীতি মেনে আনন্দ কারজ পদ্ধতিতে বিয়ে সারলেন তারকা জুটি৷ গোয়ায় বসেছে রাজকীয় বিয়ের আসর৷ দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে এখন চাঁদের হাট৷ তারকা জুটি দুইমতে বিয়ে করবেন বলে আগেই জানিয়েছিলেন, একটি হল সিন্ধি উপায় এবং দ্বিতীয় হল আনন্দ কারজ। সেই মতোই নিয়ম মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রকুলপ্রীত ও জ্যাকি৷ একটু অন্যরকমভাবে পরিবেশবান্ধব পদ্ধতিতেই বিয়েটা সারলেন তারকা জুটি৷ হাতে গোনা অতিথি,পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু -বান্ধবদের নিয়ে সাতপাকে বাঁধা পড়লেন জ্যাকি ও রকুলপ্রীত৷ বলিউডের একাধিক তারকাও উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে৷