কলকাতা

‘আমারা ক্ষমতায় থাকলে সারাজীবন রেশন ফ্রি’, একুশের সভা থেকে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতাঃ আমাদের সরকার ক্ষমতায় থাকলে সারাজীবন রেশন ফ্রি-তে পাবেন। ২১-শের ভার্চুয়াল সভা থেকে এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের ৬ কোটি মানুষকে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকার আরও খরচ করে ৮ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ক্ষমতায় ফিরলে আজীবন বিনামূল্যে রেশন পাবেন রাজ্যবাসী। এর সঙ্গে বিনামূল্যে মিলবে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা।’ পাশাপাশি তিনি এই প্রতিশ্রুতিও দেন যে, আমফানে যাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাঁরা প্রত্যেকেই রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্য পাবেন। রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় তাঁর সরকার আপ্রাণ চেষ্টা করছে বলেও শহিদ দিবসে উল্লেখ করেন মমতা। তিনি বলেন, রাজ্যের সব করোনা রোগী যাতে চিকিৎসার জন্যে হাসপাতালের বেড পান সেজন্যে হাসপাতালগুলোতে আরও বেড বাড়ানো হচ্ছে। রাজ্যে বর্তমানে করোনা চিকিৎসার জন্যে ১৮হাজার বেড রয়েছে, আগামী ৩১ আগস্টের মধ্যে সেই সংখ্যা বাড়িয়ে ২৩হাজার ৫০০ করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের রাজ্যে উপসর্গহীন ৮৭ শতাংশ। সামান্য উপসর্গ ৮ শতাংশ মানুষের। আর গুরুতর সংক্রমণ ৫ শতাংশের মানুষের মধ্যে রয়েছে। আমাদের ডিসচার্জ রেট ৬০ শতাংশ।’ এদিন মমতা সরাসরি বিজেপি’র দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আগামী বছর ২১ মে বিজেপি’র জমানত বাজেয়াপ্ত করে বাংলা চালাবে মানুষ। বিজেপি’কে বিশ্বাস করবেন না বলেও এদিন দলীয় নেতা কর্মীদের পাশাপাশি রাজ্যের মানুষকে আরও একবার সতর্ক করে দেন তিনি। মমতা বলেন, ‘টাকা দিয়ে গায়ের জোরে বিজেপি সব দখল করতে চাইছে। বিজেপি’র এই অপচেষ্টা বানচাল করে দেবে রাজ্যের মানুষ। বিজেপিকে যদি বিশ্বাস করেন তবে জীবিকা তো যাবেই, জীবনও হারাবেন মানুষ।’ বাংলাকে ভেঙে টুকরো হওয়া থেকে বাঁচাতে তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখার বার্তা দেন দলনেত্রী।