নিয়ম না মানার অভিযোগে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মোটা টাকা জরিমানা করেছে কোটাক মাহিন্দ্রা এবং ইন্দাসইন্দ ব্যাঙ্ককে। জরিমানার পরিমাণ ব্যাঙ্ক প্রতি ১.০৫ কোটি টাকা। এই দুই ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ, তারা দাবিহীন টাকা আমানতকারীর শিক্ষা এবং সচেতন তহবিলে জমা করতে ব্যর্থ হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে বলা হয়েছে, কারও অ্যাকাউন্টে যদি ১০ বছর বা তার বেশি সময় টাকা পড়ে থাকে, তাহলে সেই টাকা আমানতকারীর শিক্ষা এবং সচেতন তহবিলে জমা করতে হবে। জমা না করায় কোটাক ব্যাঙ্ককে আরবিআই ১.০৫ কোটি টাকা জরিমানা করেছে। আর ইন্দাসইন্দ ব্যাঙ্ককে এক কোটি টাকা। একই অভিযোগে জরিমানা করা হয়েছে, নব জীবন কো-অপারেটিভ ব্যাঙ্ক, বলাঙ্গির ডিস্ট্রিক্ট সেন্ট্রাল ব্যাঙ্ক, ঢাকুরিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক, দ্য পালানি কো-অপারেটিভ আরবান ব্যাঙ্ক। এই সব ব্যাঙ্কের জরিমানার পরিমাণ এক লক্ষ থেকে দুই লক্ষ টাকার মধ্যে।