কেকেআর ১৭৪/৮ (নারিন ৪৪, রাহানে ৫৬),
আরসিবি ১৭৭/৩ (সল্ট ৫৬, কোহলি ৫৯*),
৭ উইকেটে জয়ী আরসিবি।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠ হারলো নাইটরা । ১৭৪ রান তাড়া করতে নেমে ব্যাট হাতেও ম্যাচের সব আলো কেড়ে নিলেন বিরাট কোহলি । সঙ্গে পেলেন ফিল সল্টকে । যিনি আবার নাইট রাইডার্সেরই প্রাক্তনী । দুই ওপেনিং ব্যাটারের ধুন্ধুমার ব্যাটিংয়ে উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে মাটি ধরাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রাক্তন নাইট কাঁটায় বিদ্ধ কেকেআর। গতবার আইপিএল জয়ী কেকেআর দলের সদস্য ছিলেন সল্ট। কিন্তু তাঁকে রিটেন করেনি কেকেআর। ১১.৫০ কোটি টাকার বিনিময়ে সল্টকে নিলামে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সল্ট বেছে নিলেন তাঁর পুরনো দলকেই। কেকেআরের ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে সল্ট যেন নুন ছিটিয়ে দিয়ে গেলেন। তাঁকে একদিন অসম্মানের সঙ্গে ছুড়ে দেওয়া হয়েছিল। সেই অসম্মানিত তারকাই ইডেন জুড়ে দাপট দেখালেন। শুধু কি তিনি একা! সঙ্গী ছিলেন বিরাট কোহলিও। এই দুই ব্যাটার শুরু থেকে আক্রমণের রাস্তা নিলেন। আর তাঁদের আক্রমণে শেষ কেকেআর। এদিন ৫৯ রানে অপরাজিত রইলেন বিরাট কোহলি । ইডেনে আরসিবি জিতল সাত উইকেটে । ২০২৫ আইপিএলের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা । ম্যাচ জেতানোর পাশাপাশি এদিন ৩৮ রান পূর্ণ করার সঙ্গে নাইটদের বিরুদ্ধে ১০০০ আইপিএল রান পূর্ণ করলেন কোহলি ৷ তাঁর পাশে উজ্জ্বল শাহরুখের দলের প্রাক্তন ইংরেজ ওপেনার সল্টও । ৩১ বলে ৫৬ রান করে আউট হলেন তিনি ৷ মারলেন ন’টি চার ও দু’টি ছয় । ওপেনিং জুটিতে ৯৫ রানই আরসিবি’র জয়ের ভিত তৈরি করে দেয় । পাওয়ার প্লে’তে আসে ৮০ রান। সল্ট আউট হলেও অপরাজিত থেকে যান কোহলি । তাঁর ৩৬ বলে ৫৯ রানে ছিল চারটি চার ও তিনটি ছয় । অধিনায়ক রজত পাতিদার করেন ১৬ বলে ৩৪ রান । উইনিং স্ট্রোক অবশ্য আসে লিয়াম লিভিংস্টোনের ব্যাটে। পাঁচ বলে ১৫ রানে অপরাজিত থাকেন তিনি । ২২ বল বাকি থাকতে তিন উইকেট হারিয়েই রান তুলে নেয় আরসিবি । টস জিতে ইডেনে চ্যাম্পিয়নদের এদিন প্রথমে ব্যাট করতে পাঠান নয়া আরসিবি অধিনায়ক রজত পাতিদার । কুইন্টন ডি’কক ফেরেন চার রানে । তবে দ্বিতীয় উইকেটে নারিন-রাহানে জুটি সেট করে দেন টোন। দু’জনের জুটিতে আসে ১০৩ রান । ছ’টি চার এবং চার ছক্কায় ৩১ বলে বিধ্বংসী ৫৬ রান আসে রাহানের ব্যাটে । উল্টোদিকে সুনীল নারিন করেন ২৬ বলে ৪৪ রান । ৯.৩ ওভারে শতরানের গণ্ডি ছুঁয়ে ফেলা নাইটদের দেখে একসময় মনে হচ্ছিল দু’শো সহজেই পার করে ফেলবে তাঁরা। কিন্তু পরপর দু’ওভারে দুই মারমুখী ব্যাটারকে হারিয়ে তাল কাটে নাইট শিবিরের ৷ নারিনকে ফেরান রশিক সালাম । রাহানে (৫৬), ভেঙ্কটেশ আইয়ার (৬), রিঙ্কু সিংকে (১২) ফিরিয়ে নাইটদের বড় রানের রাস্তা বন্ধ করে দেন ক্রুনাল পান্ডিয়া। সুয়াস শর্মার গুগলিতে মাত্র চার রানে ঠকে যান রাসেল । একা কিছুটা লড়াই চালান অঙ্গকৃশ রঘুবংশী । ২২ বলে ৩০রান করেন তরুণ তুর্কি । শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে নাইটদের ইনিংস ।
দেখে নেওয়া যাক আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে কোন পুরস্কার জিতলেন কে। কার পকেটে ঢুকল কত টাকা, চোখ রাখা যাক সেই তালিকাতেও।
কেকেআর বনাম আরসিবি আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচের পুরস্কার তালিকা
১. সুপার স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ- রজত পতিদার (১ লক্ষ টাকা)।
পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলার সুবাদে সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন রজত। অর্থাৎ, ২১২.৫০ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন পতিদার।
২. ফ্যান্টাসি কিং অফ দ্য ম্যাচ- সুনীল নারিন (১ লক্ষ টাকা)।
সব থেকে বেশি ফ্যান্টাসি পয়েন্ট সংগ্রহ করার সুবাদে ফ্যান্টাসি কিং অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন সুনীল নারিন। তিনি প্রথমে ব্যাট হাতে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৪ রান করেন। পরে ৪ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন নারিন।
৩. সুপার সিক্সেস অফ দ্য ম্যাচ- অজিঙ্কা রাহানে (১ লক্ষ টাকা)।
অজিঙ্কা রাহানে ম্যাচে দু’দলের সব ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি ছক্কা মারার সুবাদে সুপার সিক্সেস অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। তিনি ৩১ বলে ৫৬ রানের আগ্রাসী ইনিংস খেলার পথে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন।