কলকাতা

প্রতিহিংসার রাজনীতি, অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির মামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া বঙ্গ বিজেপি-র

অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধির অভিযোগে বৃহস্পতিবার রাজ্যের ১৭ জন বিরোধী নেতার নামে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ তালিকায়, বিজেপি’র একাধিক বিধায়ক ও সাংসদের নাম রয়েছে ৷ এই তালিকায় নাম রয়েছে বিজেপি’র সর্বভারতীয় সহ-সভাপতি এবং সংসদ দিলীপ ঘোষের ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, “কিছু দলীয় লোকজন কিংবা এদিক ওদিক কিছু পোষা সংগঠন আছে যাদের দিয়ে এইসব জনস্বার্থ মামলা করানো হয় । যদিও জনস্বার্থ মামলা যে কেউ করতে পারেন । কারও সম্পত্তির বিষয়ে সন্দেহ হলে নিশ্চই মামলা হতে পারে । তবে আমার তো মনে হয় এটা নিয়েও তদন্ত হওয়া উচিত । আর আমাদের সম্পত্তি নিয়ে যদি তদন্ত করতে হয় তবে হোক তদন্ত ।”