দেশ

শ্রীনগরে সিআরপিএফ বাঙ্কারের কাছ থেকে উদ্ধার গ্রেনেড

শ্রীনগর বেমিনা এলাকা থেকে 6টি গ্রেনেড উদ্ধার করল নিরাপত্তাবাহিনী ৷ পুলিশ পাবলিক স্কুলের কাছে একটি সন্দেহজনক ব্যাগ পড়েছিল ৷ সেটিতেই তল্লাশি চালিয়ে ওই ছ’টি গ্রেনেড উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী ৷ কেন্দ্রীয় আধাসেনার মুখপাত্র অভিরাম জানিয়েছেন, একটি বিশেষ অভিযানে নেমেছে সিআরপিএফের কুইক অ্যাকশন টিম ৷ জানা গিয়েছে, পুলিশ পাবলিক স্কুলের কাছে থাকা কেন্দ্রীয় বাহিনীর কুইক অ্যাকশন টিমের বাঙ্কারের কাছে ওই গ্রেনেডগুলি একটি ব্যাগে লুকিয়ে রাখা ছিল ৷ ওই ব্যাগটি নজরে আসতেই সিআরপিএফের বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয় ৷ সিআরপিএফের মুখপাত্র জানিয়েছেন, চেক পয়েন্টে কড়া নজরদারি চলায় কেউ একজন ওই গ্রেনেডগুলি বাঙ্কারের কাছে লুকিয়ে রেখেছিল ৷ শুরু হয়েছে তদন্ত ৷