দেশ

আজ দুপুর থেকেই মুম্বইতে ভারী বৃষ্টির সতর্কতা মৌসম ভবনের

ভারী বৃষ্টিতে ভাসছে বাণিজ্যনগরী সহ গোটা মহারাষ্ট্র। শুক্রবারও মুম্বইতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টা মুম্বইয়ের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে লাল সতর্কতা। মৌসম ভবন জানিয়েছে, আজ দুপুরের পর থেকেই শুরু হতে পারে অতিভারী বৃষ্টি। সেকারণে মুম্বইয়ের বাসিন্দাদের বলা হয়েছে, তাঁরা যেন আবহাওয়া অফিসের সতর্কতা মাথায় রেখে রাস্তায় বা কাজে বেরোন। সোমবার থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে মুম্বইয়ে। শহরের নিচু এলাকাগুলিতে ও রেল লাইনে জল জমার কারণে কয়েকটি রুটে ট্রেন ও বাস পরিষেবা ব্যাহত হয়েছে। মুম্বইয়ের নিচু এলাকাগুলো জলে ভাসছে। বানভাসি পরিস্থিতি একাধিক এলাকায়। লাগাতার বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় ধস নেমেছে। কমপক্ষে তিনজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।