দেশ

অশান্তির জের, সোমবার ফের ভোট মণিপুরের ১১টি বুথে

ফের ভোট হবে মণিপুরে ৷ ১৯ এপ্রিল মণিপুরের কয়েকটি বুথে অশান্তির ঘটনা ঘটে ৷ এমনকী গুলি চালানো হয় ৷ তাতে ভোটাররা ভয় পেয়ে পালিয়ে যান ৷ আবার রিগিং করা, ইভিএম মেশিন ভাঙচুর করা হয় ৷ এরপর শনিবার মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ঘোষণা করেছেন, ২২ এপ্রিল, আগামিকাল ইনার মণিপুর লোকসভা কেন্দ্রের ১১টি বুথে পুনর্নির্বাচন হবে ৷ তবে নির্বাচন কমিশন প্রথম দফায় মণিপুরের ভোটগ্রহণ বাতিল করেছে৷ এরপর পুনর্নির্বাচনের দিন ঘোষণা হল ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোটের দিন খুরাই বিধানসভার অন্তর্গত মৈরাংকাম্পু সাজিব এবং থংগাম লেইকাই বুথে, খেত্রিগাওয়ের 4টি বুথে এবং থংজুর একটি বুথে অশান্তির ঘটনা ঘটে৷ এই এলাকাগুলি পূর্ব ইম্ফল জেলার অন্তর্গত ৷ এছাড়া পশ্চিম ইম্ফল জেলার উরিপকে ৩টি বুথে এবং কোনথৌজ্যামের একটি বুথে ঝামেলা হয় ৷ ১৯ এপ্রিল দেশজুড়ে 102টি আসনে ভোট হয় ৷ এদিন মণিপুরের ইনার মণিপুর এবং আউটার মণিপুরেও ভোট ছিল ৷