বোমা বিস্ফোরণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বইয়ের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার হুমকি। আরবিআইয়ের সদ্য নিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার ইমেল আইডিতে এসেছে রাশিয়ান ভাষার লেখা ওই হুমকি চিঠি। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। মেল আসার পরেই শুক্রবার সকালে হুলস্থুল পড়েছে সংস্থার মুম্বই অফিসে। দ্রুত খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে এসেছে পুলিশ ও বম্ব স্কোয়াড। এমআরএ মার্গ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার আরবিআই পেল হুমকি মেল। এর আগে গত ১৬ নভেম্বর আরবিআইয়ের কাস্টমার কেয়ার নম্বরে হুমকি ফোন এসেছিল। ফোনের অপর প্রান্ত থেকে দাবি করা হয়েছিল, লস্কর–ই–তৈবার কমান্ডার বলছি। এরপরই ওই অজ্ঞাতপরিচয় যুবক গান গাইতে গাইতে হুমকি দিয়েছিল। মাস ঘুরতে না ঘুরতেই এল হুমকি মেল।